ফাহিম সালেহকে স্মৃতিচারণ করলো বাংলাদেশ ভিসি এবং স্টার্টআপ কমিউনিটি
বাংলাদেশের স্টার্টআপ খাতে বিশেষ অবদানের মাধ্যমে ফাহিম সালেহ তরুণ উদ্যোক্তাদের মধ্যে যে প্রেরণা যুগিয়েছেন তার আনুষ্ঠানিক স্মৃতিচারণ করেছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)। ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে তার হঠাৎ চলে যাওয়ায় শোক প্রকাশ করা হয় এবং মাত্র ৩৩ বছর বয়সেই কীভাবে পাঠাও, গোকাডা, জোবাইকসহ অনেক উদ্ভাবনী স্টার্টআপ প্রতিষ্ঠা ও বিনিয়োগ করেছে সে বিষয় তুলে ধরা হয়।
স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ফাহিমকে নিয়ে স্মৃতিচারণ করেন অ্যাঙ্করলেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা অংশীদার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাহাত আহমেদ, ভিসিপিয়াবে সাধারণ সম্পাদক শওকত হোসেন, এসএল সিস্টেম লিমিটেডের পরিচালক এবং যেতেচাও ডট কমের সহ-প্রতিষ্ঠাতা মেহনাজ তাবাসসুম, জোবাইক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী রেজা, মাসলিন ক্যাপিটাল লিঃ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ওয়াল-উল-মারুফ মতিন এবং পাঠাওয়ের সিইও হুসেন এম ইলিয়াস।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শামীম আহসান।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফাহিম সালেহের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তাকে ব্যতিক্রমী উদ্ভাবনী মনের একজন মানুষ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ফাহিম সালেহ একজন উদ্যোমী, সাহসী ও সফল উদ্যোক্তা ছিলেন। তিনি ছিলেন তরুণদের অনুপ্রেরণার উৎস। তার উদ্যোমকে ধারণ করেই আমরা এগিয়ে চলবো।
প্রজন্মের উদ্যোক্তাদের একজন আইকনকে হারালাম উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ফাহিম সালেহ একজন অনুকরণীয় তরুণ। আমাদের উচিত তার কর্মকে সকলের কাছে ছড়িয়ে দিতে একটি ডকুফিল্ম তৈরি করা।
বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে ফাহিম সালেহ একজন পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সে বিশ্বব্যাপী স্টার্টআপ ব্যবসায়কে ছড়িয়ে দিতে তার একাগ্র চেষ্টাকে মেলে ধরতে পেরেছিলো বলে মন্তব্য করেন ভিসিপিয়াবের চেয়ারম্যান শামীম আহসান।
স্মৃতিচারণায় ফাহিমের একটি মেইল পড়ে শোনান ভিসিপিয়াবের সাধারণ সম্পাদক শওকত হোসেন। বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জোবাইক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী রেজা। একইভাবে ফাহিমের স্মৃতি নিয়ে আবেগ তাড়িত হন পাঠাওয়ের সিইও হুসেন এম ইলিয়াস।